সিলেট সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সিলেট সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা থেকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো  সিলেট সফরে আসলেন মির্জা ফখরুল।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, মির্জা ফখরুল প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যাবেন। সেখানে জোহরের নামাজ আদায়ের সম্ভাবনা রয়েছে। পরে সেখান থেকে যাবেন হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতে।

বিকেল ৩টায় গ্র্যান্ড সিলেট হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন মির্জা ফখরুল ইসলাম আলগীর। আজই তিনি ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।