সিলেট জাষ্ট হেল্প রোটারী আই হাসপাতাল পরিদর্শন
সৈয়দ আনাস পাশা : মানবিক কাজে বন্ধু সহকর্মী ও অনুজপ্রতিমদের সফলতা দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। বন্ধুদের প্রতিষ্ঠিত এমন দুটো মানবিক প্রতিষ্ঠান পরিদর্শন এবারের জন্মভূমি সফর তৃপ্তিদায়ক করেছে আমাদের। আরডিএফ মেটারনিটি ক্লিনিক পরিদর্শনের কথা আগেই বলেছি, এবার বলছি জাষ্ট হেল্প রোটারী আই হাসপাতালের কথা।
লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য, অনুজপ্রতিম মিজানুর রহমান মিজান। শিকড়ভূমি হৃদয়ে ধরে রাখা এই মানুষটি স্পষ্টবাদী ও একজন মানবিক মানুষ। জন্মভূমির গরীব অবহেলিত মানুষের দুঃখে হৃদয় কাঁদে তাঁর। আর তাইতো তাদের সেবার লক্ষ্যে নিজের সর্বশক্তি দিয়ে সিলেট সালুটিকর এলাকার শেষ প্রান্থে গড়ে তুলেছেন জাষ্ট হেল্প রোটারী আই হাসপাতাল। প্রতিদিনই চোখের সমস্যায় আক্রান্ত গরীব মানুষ সমবেত হন এই হাসপাতালে। হাসপাতাল কর্মীরা পরম মমতায় তাদের সেবা দেন। দুরে বা কাছে যেখানেই থাকেন, মিজান সব সময় তদারকি করেন এই সেবা প্রক্রিয়ার। ১৭ই ফেব্রুয়ারি’ ২০২৪ মিজান আমাদের নিয়ে গিয়েছিলেন তাঁর স্বপ্নের এই সেবা প্রতিষ্ঠানে। স্বপরিবারে আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা: শামসুদ্দিন আহমেদ তনয় ডা: জিয়া উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট নজরুল ইসলাম বাসন, সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদসহ আমরা অনেকেই উপস্থিত ছিলাম এসময়।
বিপুল সংখ্যক মহিলা সমবেত হয়েছেন চোখের টিকিৎসা প্রাপ্তির আশায়। মায়ের বয়সী এইসব মহিলাদের সেবা প্রদান প্রক্রিয়া দেখে আমি অনেকটা আবেগাপ্লুত হয়ে উঠেছিলাম। বন্ধুদের এমনসব মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা আরও অনেকে যদি এগুলো নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারি, তাহলে সমাজটাই আমাদের বদলে যেতে পারে।