দর্শকদের ভুয়া ভুয়া স্লোগান নিয়ে মুখ খুললেন সাকিব
চোখ নিয়ে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না এই অলরাউন্ডার। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি। এর মধ্যেই মাঠে খেলতে নামলে শুনতে হচ্ছে ভুয়া ভুয়া স্লোগান।
অবশ্য ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে একাংশের সমর্থকদের রোষানলে পড়েছেন টাইগার অলরাউন্ডার। যেখানে খেলতে নামছেন সেখানেই দুয়োধ্বনির বিড়ম্বনায় পড়ছেন। গতকাল সিলট স্ট্রাইকার্সকে হারিয়ে গ্যালারিতে গিয়েছিলেন সাকিব। এ সময় সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় সাকিব নিজেও বলতে শুরু করেন ভুয়া ভুয়া । পরক্ষণেই অবশ্য চিত্রপট পাল্টে যায় গ্যালারিতে, এরপর ভালোবাসায় সিক্ত হলেন টাইগার অধিনায়ক।
সংবাদ সম্মেলনে এই দুয়োধ্বনি প্রসঙ্গ আসতেই সাকিব বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।